1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড হাজীগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ : রোগীর সংখ্যা ৫০ এর অধিক জাহিদুল হাসান পারবেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে শিক্ষা বৈঠক। বুড়িমারী- টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনে আজ থেকে রেল ও মহাসড়ক অবরোধ। বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ২ জন নিহতের ঘটনায় চালক আটক। মানবিক আবেদন দেবদুলাল বাঁচতে চায় চাঁদপুরে উচ্ছেদের খবরে শতাধিক দোকানঘর সরিয়ে নিলেন ব্যবসায়ীরা মতলব উত্তরে পরিত্যক্ত ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র

বুড়িমারী- টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনে আজ থেকে রেল ও মহাসড়ক অবরোধ।

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন’ চালুর দাবিতে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়কপথ অবরোধ অব্যাহত রয়েছে।

২৮ এপ্রিল সকাল থেকে পাটগ্রাম উপজেলার ‘’বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’’-এর ডাকে রেল ও সড়কপথ অনিদিষ্টকালের জন্য লাগাতার এ অবরোধ চলছে। অপরদিকে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার “বুড়িমারী- টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটি’’র ডাকেও অনিদিষ্টকালের রেল ও সড়কপথ অবরোধ অব্যাহত রয়েছে।
আগাম ঘোষণা দিয়ে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে গত ২১ এপ্রিল থেকে অষ্টম দিনের মত লাগাতার রেলপথ অবরোধ চলছে।
উভয় উপজেলার এ কর্মসূচিতে কয়েক হাজার অংশ নিয়ে রেললাইন এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় থেকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকাসহ উভয় উপজেলার প্রায় ৪০ কিলোমিটার মহাসড়কে জুড়ে অবরোধ চলছে।
পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রামের সরকারি কলেজ মোড় সড়ক দখল নিয়ে বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। অপরদিকে হাতীবান্ধায়-লালমনিরহাট মহাসড়কের হাতীবান্ধার মেডিকেল মোড় সড়ক অবরোধ করা হয়েছে। পাশাপাশি রেলপথ অবরোধও করা হয়েছে। মহাসড়কের অবরোধ করা উভয়স্থানে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বক্তাদের দাবি ‘’লালমনি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন’’ সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে চলাচল না করলে এ অবরোধ কর্মসূচী অব্যাহত থাকবে।
অবরোধের কারনে গত ২১ এপ্রিল থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ৪ টি ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ। এতে জেলার সাথে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, গতবছরের ১২ মার্চ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের দিনে সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে একদিন মাত্র চালানো হয়। এ ট্রেনটি এ রুটে চালু করতে একযুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দিয়ে চালু করে। উদ্বোধনের সময় রেলওয়ে কর্তৃপক্ষ ৬ মাসের মধ্যে এ আন্তনগর ট্রেনটি সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে চলাচলের প্রতিশ্রুতি দেয়। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় গত বছরের আগস্ট হতে ট্রেন চালুর দাবিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয়রা অন্তত ১০ বার নানা আন্দোলন কর্মসূচীর ডাক দেয়। এ সময় লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় সদরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্তত ৫ বার দিন তারিখ উল্লেখ করে ট্রেনটি সরাসরি চালু করার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে রহস্যজনক কারণে চালু না করায় এবারে দুই উপজেলার বাস্তবায়ন কমিটির ব্যানারে লাগাতার অবরোধ কর্মসূচীতে নামে এখানকার বাসিন্দারা।

বর্তমানে লালমনিরহাট-ঢাকা রুটে চলছে এ ট্রেনটি। এতে বুড়িমারী থেকে এই ট্রেনের যাত্রীদের একটি শ্যাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট যেতে হয়। আন্তনগর ট্রেন ধরতে জেলার চার উপজেলার যাত্রীদের নানান হয়রানির মুখে পড়তে হয়।

হাতীবান্ধার “বুড়িমারী-টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটি’’র সমন্বয়ক শাহেদুজ্জামান কোয়েল জানান, বিগত দিন থেকে রেল কর্তৃপক্ষ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘদিন আন্তনগর ট্রেন চালু করেন নি। বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চালু না করায় আন্দোলনে নেমেছি। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

পাটগ্রামে আন্দোলনের অন্যতম আয়োজক ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যতদিন পর্যন্ত চালু করা না হবে ততদিন অবরোধ চলবে।

বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাকন বলেন, অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সফল না হওয়া পর্যন্ত আমরা জনসাধারণকে নিয়ে অবরোধ চালিয়ে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট