এ এফ এম ইমরুল ইসলাম প্রতিনিধি দিঘলিয়া খুলনা
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে স্টার জুট মিলস্ লিমিটেড এর শ্রমিক কর্মচারীবৃন্দের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল স্টার জুট মিলস্ ১নং গেটের সামনে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বন্ধকৃত রাষ্টায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্টার জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সভাপতি গাজী এনামুল হাসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কালাম জিয়া, সহ সাধারণ সম্পাদক আবু দাউদ দ্বিন মোহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল মল্লিক, সাধারণ সম্পাদক ইকরামুল গাজী, সেনহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক মানিক, মোঃ জাহাঙ্গীর শেখ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক সাংবাদিক আবিদ আজাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শেখ লিটন,সাধারণ সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক সাজ্জাদ। মানববন্ধনে উপস্থিত শ্রমিক-কর্মচারী নেতাকর্মীরা বক্তব্যে বলেন, ২০২০সালে জুলাই মাসের ১তারিখে ফ্যাসিস্ট হাসিনা একটি চিঠির মাধ্যমে ২৬টি পাটকল বন্ধ করে দেয় ভারতের প্রেসক্রিপশনে। মিলগুলো পূনরায় চালুর দাবী জানিয়েছেন বক্তারা। বক্তারা বক্তব্যে আরও বলেন আমার দেশে পাট কল বন্ধ হয় আর ভারতে নতুন নতুন পাটকল চালু হয়, আমার দেশের শ্রমিক না খেয়ে মারা যাবে আর ভারতের শ্রমিক দিনে দিনে উন্নত হবে এটা মেনে নেওয়া হবে না। পাটকল শ্রমিক-কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে বন্ধকৃত মিলগুলো চালু করার আহবান জানায়।