মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি
সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন মানিকপুর গ্রামের তনু মিয়ার ছেলে রহিম মিয়া( গ্রাম উওর মানিকপুর,তনু মিয়ার বাড়ি) প্রতারণা করে প্রবাসী ফারুক খান( পিতা বাহার মিয়া,লুকমান আর্মির বাড়ি) পরিবার থেকে টাকা হাতিয়ে নেয়। রহিম মিয়া মিথ্যা তথ্য দিয়ে ফোন করে ফারুকের পরিবার কে জানায়, ফারুক কুয়েতে মাদক কারবারের সাথে জড়িত, পুলিশ তাকে আটক করে রেখেছে,এ-ই বলে আমার পরিবার থেকে ৩৫,০০০/ পঁয়ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়। আমাকে দেশে পাঠাতে অনেক টাকা লাগবে, একথা বলে আমার ফ্যামিলি থেকে প্রতারণার করে টাকা নিয়ে গেছে।। এ কাজে তার সাথে আরো দুইজন জড়িত আছে। আমি প্রবাসে থাকি, থানায় অভিযোগ করার কারণে তারা আমার ফ্যামিলিকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে । আমার কাছে হুমকির সকল তথ্য প্রমাণ রয়েছে। আমার ফ্যামিলির কোন প্রকার ক্ষতি হলে রহিম মিয়া দায়ী থাকবে।আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।