মোঃ আবিদ হাসান,পাবনা জেলা প্রতিনিধি।
“পুলিশই জনতা জতাই পুলিশ” এই শ্লোগানে পাবনা পৌর এলাকার ৭,৮,৯ নং ওয়ার্ড এর বিট পুলিশিং ও আইন শৃঙ্খলা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পাবনা সদর থানার আয়োজনে সদর হাসপাতালের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচীতে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন পাবনা জেলা শাখা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক,পাবনা জেলা শাখা তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক সাংবাদিক শওকত হামিদ খান বাবু ও সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির অন্যতম নেতা শামীনুর আলম বুলু।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা,পাবনা জেলা শাখা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহামুদ মান্নান মাষ্টার,পাবনা জেলা শাখা যুবদলের সাবেক সভাপতি আসলাম হামিদ খান,৭,৮,৯ নং ওয়ার্ড এর বিট অফিসার সদর থানার এসআই ইয়াদুর রহমান, হিরো,মামুন,শাহীন,মারিফ,সুমন,শামীম,মোহাম্মদ আলী,রানা,রাসেল,নয়নসহ অনেকে।সভায় মাদক,জঙ্গীবাদ,ইভটিজিং, সন্তাস বিরোধী,মোবাইল ফোনের অপব্যবহার এবং যৌতুক প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।