জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ।
গাইবান্ধা পলাশবাড়ীতে নতুন নির্বাহী অফিসার ইউএনও হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ নাজমুল আলম।
এর আগে তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পলাশবাড়ীর নবাগত নির্বাহী অফিসার নাজমুল আলম ৩৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার প্রাপ্ত হন, চাকুরী জীবনের শুরুতেই তিনি ২০১৭ সালে ২রা মে নাটোর জেলার প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ভুমি ও এক্সিটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান।
তিনি ২০১৮ সালে ফেব্রুয়ারি জুন ৫ মাসের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
এ সময় তিনি এসডিজি বাস্তবায়নে স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্বীকৃত স্বরূপ দলগত ক্যাটাগরিতে তিনি ২৩ শে জুলাই ২০১৯ তারিখে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসনের পদক ২০১৯ লাভ করেন।
পরবর্তীতে তিনি ২০২০ সালে ৩ রা আগস্ট মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সহকারি ভূমি কমিশনার হিসেবে যোগদান করেন।