প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ ।
গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়ক তুলসীঘাট বাজার এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে।
জেলা প্রশাসাসন এ অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা সদর উপজেলার ভূমি কমিশনার এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
অভিযান চলাকালীন রাস্তার দুই পাশের অবৈধ দোকানপাট ছাউনি এবং অস্থায়ী অব কাঠামো অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহা সড়কের যান চলা চল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের চলাফেরা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
সরকারি কমিশনার ভূমি বলেন দীর্ঘদিন ধরেই তুলসীঘাট বাজারে অবৈধ স্থাপনার কারণে সড়কের যানজট সৃষ্টি হচ্ছিল। একাধিক বার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা দখল ছাড়েন নাই তাই বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।