সাংবাদিক ফরিদ আহমেদ হাইমচর উপজেলা।
চাঁদপুর, হাইমচর উপজেলা আলগিবাজারে বিশ্ব সন্ত্রাস ইসরাইলের বিরুদ্ধে পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্ব মুসলিম একই সাথে ক্ষোভে ফুসে উঠেছে সাথে সাথে ক্ষোভে প্রতিক্রিয়া জানাচ্ছে হাইমচর আলগি বাজারের সচেতন মুসলিম জনতা ঈমানী দাবি নিয়ে দফায় দফায় সকাল দশটা থেকে বিভিন্ন সংগঠন হাইমচর মহাবিদ্যালয় সহ , মাদ্রাসা ইয়াতিমখানা, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্ন কিন্ডারগার্ডেন, এর ছাত্র শিক্ষক হাইমচর ওলামা মাশায়েখ সংগঠন সহ আলগিবাজারে পুর দিন ভর ছিল ইসরাইলের বিরুদ্ধে, এবং🇵🇸 ফিলিস্তিনির পক্ষে স্লোগানে স্লোগানে মিছিল মিটিং সমাবেশ জনতার ভিড় চলছিল প্রতিবাদী অগ্নিঝরা মিছিল। তীব্র থেকে তীব্র প্রতিবাদ, এরই ধারাবাহিকতায় বিকেল পাঁচটায় আলগি বাজার হাসপাতাল মসজিদ গেট থেকে 🇧🇩বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাইমচর উপজেলার সংগ্রামী আমির জনাব, মাওলানা আবুল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর শাখার তরুণ প্রতিবাদী কন্ঠ জালিমদের কারা নির্যাতিত সম্মানিত সেক্রেটারি জনাব, জসীমউদ্দীন বাহারের নেতৃত্বে আসরের সলাতের পর পর মুসলিম জনতাকে নিয়ে আলগী বাজার থেকে শুরু করে হাইমচর উপজেলা সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন উক্ত বিক্ষোভ মিছিলে প্রায় হাজারো জনতার ডল নেমেছে জনতার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে জামাতের সেক্রেটারী জসীমউদ্দীন বাহার বিক্ষুদ্দ অবস্থায় কান্না ময়ি কণ্ঠে বলেন আমার ফিলিস্তিনের ভাইদেরকে সন্ত্রাসী ইসরাইল বোমা মেরে তুলোর মতউড়িয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছেন বড় বড় ভবন বৃদ্ধ, যুবক মা-বোনদেরকে আকাশ ভারী হয়ে গেছে ফিলিস্তিনের মুসলমানদের কান্নায়। রক্তাক্ত হয়েছে পাহাড়, রাস্তা,। জ্যান্ত কবর দেওয়া হয়েছে হাজার,হাজার ফিলিস্তিন মুসলিমদেরকে প্রয়োজনে মুসলিম ভাইদের প্রতিশোধের জন্য সকল মুসলমান ঈমানী দায়িত্ব নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে জিহাদ করতে হবে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক কর্মী জিহাদে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে ইয়াহুদীদের পণ্য ইন্ডিয়া ইজরায়েলী পণ্যদ্রব্য কঠিন ভাবে বয়কট করার আহ্বান জানান। ব্যবসায়ীদেরকেউদ্দেশ্য করে বলেন ইসরাইলি পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার জন্য এবং ক্ষুদ্দজনতা যেন আলগি বাজারের কোন দোকানপাটে ইসরাইলি পণ্য পেয়ে হস্তক্ষেপ, ভাঙচুর না করেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে ফিলিস্তিনের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করার জন্য পরামর্শ প্রদান করেন। সর্বশেষ free free philistin . free free Gaza।🇵🇸🇵🇸 এই স্লোগান দিয়ে হাইমচর উপজেলারসামনে হাজারো জনতার সামনে বিক্ষোভ মিছিল আলোচনা সমাপ্তি করেন।