1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড বদরগঞ্জে বিএনপির কর্মী লাভলু মিয়া হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ তাঁর পরিবার সখিপুরে ১০ হাজার পিস ই*য়া*বা*স*হ হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রে*ফ*তা*র ৫৪ বছরের সরকারগুলো নারীদের নিরাপত্তা ও সম্মান মর্যাদা দিতে পারেনি ডা. শফিকুর রহমান রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মতলবে মেঘনার তীর সংরক্ষণের ব্লক ধ্বসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত। সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য – রক্তাক্ত জখম নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান গোমস্তাপুরে “সুজন- সুনাগরিকের জন্য নাগরিক ” সংগঠন এর আলোচনা ও দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত।

আনোয়ারা – কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকায় অবস্থানরত বন্যহাতি আক্রমণ নিরসনে একটি সমন্বয় সভা হয়।

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

মোঃআজমির হাসান
কর্ণফুলী উপজেলা প্রদিনিধি

 

অদ্য ২৯/০৩/২৫ তারিখ রোজ শনিবার উপজেলা প্রশাসন, কর্ণফুলী এর কনফারেন্স রুমে আনোয়ারা – কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকায় অবস্থানরত বন্যহাতি আক্রমণ নিরসনে একটি সমন্বয় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, কর্ণফুলী এর পক্ষে সহকারী কমিশনার (ভূমি), রয়া ত্রিপুরা, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর রিদওয়ান, ক্যাপ্টেন হারুণ, পুলিশ বিভাগের পক্ষে জামাল উদ্দীন চৌধুরী,সহকারী পুলিশ কমিশনার(কর্ণফুলী জোন), মুহাম্মদ শরীফ অফিসার ইনচার্জ, কর্ণফুলী, বনবিভাগের পক্ষে আবু নাছের মোঃ ইয়াসিন নেওয়াজ, ডিএফও ওয়াইল্ড লাইফ ডিভিশন, দীপান্বিতা ভট্টাচার্য্য, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা,মোঃ রহমত আলী, বিট অফিসার, পটিয়া রেন্জ, পরিবেশবাদীদের পক্ষে প্রতিনিধিবৃন্দ, মুশফিকুর রহমান, ডিজিএম কেইপিজেড, সাংবাদিকবৃন্দ, শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজমির হাসান, আন্দোলনকারীদের পক্ষে নেতৃত্ববৃন্দ

এ সময় সভায় পরিবেশবাদীরা জানান, পূর্বে এ এলাকা প্রোটেক্টেড ফরেস্ট ছিল যা হাতিদের আদি করিডোর। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাতিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, হাতিদের এখন ই রিলোকেড করা সম্ভব নয়। অন্য কোথাও নিয়ে গেলে হাতি পুনরায় এ এলাকায় ফিরে আসার সম্ভাবনা প্রবল এবং ফিরে আসলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে হাতি আরও বেশি ক্ষতি করবে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী এটা সমাধান করতে হবে।

কেইপিজেড কর্তৃপক্ষ জানান, কেইপিজেড পূর্বে ব্যারন ল্যান্ড ছিল। তারা ধীরে ধীরে এখানে নীতিমালা অনুযায়ী বনায়ন, জলাধার সৃষ্টি করেন। কেইপিজেডের ভেতর ১৫ জন ইআরটি টিমের সদস্য কাজ করে চলেছেন।অত্র অঞ্চলে হাতি থাকায় লোকালয়ের মানুষ এমনকি কেইপিজেড এর কর্মকর্তারা আহত নিহত হয়েছে। তারা হাতি রিলোকেড করতে বনবিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।

বনবিভাগ জানায় বর্তমানে ৫০ জন ইআরটি মেম্বার কর্ণফুলী আনোয়ারায় কর্মরত আছে। তাদের কাজ হাতির গতিবিধি মনিটরিং করে লোকালয়ের মানুষকে সতর্ক করে দেওয়া। হাতির রিলোকেড করার বিষয়টি নিয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছেন। হাতিকে ট্রাংকুয়েলাইজ করে স্থানান্তরের বিষয়ে বিশেষজ্ঞ টিমের নির্দেশনা ও এক্সপার্টজ এর প্রয়োজন আছে।

পুলিশ বিভাগ জানান, হাতি- মানুষ দ্বন্দ্বে উপজেলায় স্বল্প সময়ের ব্যবধানে আন্দোলন করে দুইবার কর্ণফুলী আনোয়ারা সড়ক অবরোধ করা হয়েছে। এতে জনদূর্ভোগ বাড়ছে। যেহেতু বন্যপ্রাণী সংরক্ষণ, স্থানান্তর বিষয়ক কার্যক্রম বনবিভাগ সংশ্লিষ্ট ফলে কিছু দৃশ্যমান কার্যক্রম ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বনবিভাগকে এগিয়ে আসছে হবে।

সাংবাদিকবৃন্দ জানান, এরকম মাঝে মাঝে অভিযোগ পাওয়া যায় যে, ক্ষতিগ্রস্থরা সঠিকভাবে বনবিভাগ থেকে যে আর্থিক সহযোগিতা পাওয়ার কথা সেটি পাচ্ছেনা, আনোয়ারাতে এরুপ ঘটনা ঘটেছে। এটির বিষয়ে সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান।

আন্দোলনকারীরা জানান তারা অনেকদিন ধরেই এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে আসছেন। হাতি স্থানান্তর একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া তবে স্বল্পমেয়াদী কার্যকর কিছু কাজ করতে হবে যাতে জানমালের ক্ষতি কমানো যায় বিশেষত কোন মানুষ যাতে মারা না যায়। যেহেতু হাতি খাবার, পানির জন্য লোকালয়ে আসে তাকে উত্যক্ত না করার জন্য জনসচেতনতা তৈরী সে সাথে কোন ভাবে খাবার পানির অন্যত্র সংস্থান করা যায় কিনা সে বিষয়ে মতামত জানান।

সভায় উপস্থিতির সামনে সেনাবাহিনীর প্রতিনিধি বলেন, দেশ ও দেশের মানুষের মূল্য সবকিছুর উর্ধ্বে। হাতি মানুষ দ্বন্দ্বের সমাধান আবশ্যক। ফলে কোন সময়সীমা নির্ধারণ করা এ মুহুর্তে সম্ভব নয়। তবে সম্মিলিত উদ্যোগ চলমান থাকবে যাতে করে আর কোন মানুষ মারা না যায় ও বাড়িঘর, ফসলাদির ক্ষতি কমানো যায়।

সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহিত হয়:

★ইআরটি টিমকে একটিভলি দৃশ্যমানভাবে কাজ করতে হবে। তারা যাতে সঠিকভাবে যথাসময়ে মানুষকে হাতি লোকালয়ে আসার পূর্বে সতর্ক করতে পারে, প্রয়োজনে বনবিভাগ লোকবল বাড়াবে।

★আগামীকাল বন সংরক্ষক, ঢাকা মহোদয় বাঁশখালীর বনভূমি এলাকা পরিদর্শনে আসবেন। যাচাই করে দেখবেন বাঁশখালী বনাঞ্চলে হাতিগুলো রিলোকেড করা সম্ভব কিনা।

★ইদের পরেই দ্রুততম সময়ে পূর্বে গঠিত বিশেষজ্ঞ দলের সাথে বৈঠকের জন্য আলাপ করবেন ডিএফও, ওয়াইল্ড লাইফ ডিভিশন যাতে করে বর্তমান পরিস্থিতি ও আশু করণীয় সম্পর্কে নির্দেশনা পাওয়া যায়।

★অত্র এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। বনবিভাগ এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করবেন। প্রয়োজনে পরিবেশবাদীরা ও এ কাজে সহায়তা প্রদান করবেন।

★আন্দোলনকারীরা এলাকার মানুষজনের সাথে আলাপ করবেন, তাদের বুঝাবেন যেন হাতি লোকালয়ে চলে আসলে তাদের উত্যক্ত করা না হয়। যারা উত্যক্ত করবে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

★এলাকার জণগণের পক্ষে আন্দোলনে নেতৃত্ব দানকারী প্রতিনিধিরা নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখবেন বনবিভাগ, সেনাবাহিনী, উপজেলা প্রশাসনের সাথে।

সর্বোপরি সকলের সম্মিলিত প্রয়াসে বন্যহাতির আক্রমণ নিরসন করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করত জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য সকলে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবেন এ আশাবাদ রেখে সভা সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট