মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর
সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহের সঙ্গে মিল রেখে আগামীকাল মতলব উত্তরের পাঁচ আনী,দক্ষিণ পাঁচআনী,দেওয়ানকান্দি,বাহেরচর পাঁচআনী,লতুরদী, মধ্য মাথাভাঙ্গাসহ কয়েকটি এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রবিবার (৩০ মার্চ) সকাল থেকে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে মতলব উত্তরের ১০ টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
স্থানীয় অনুসারীরা জানান, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসাবেই সৌদিসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে মিল রেখে বিগত বছরগুলোর মতো এবারও আমরা কয়েক গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করবো। আমরা আগাম ঈদ উদযাপন করছি এটা ঠিক না। আমরাই সঠিকভাবে ঈদ উদযাপন করে থাকি। আমাদের পূর্ব পুরুষরাও এভাবে সঠিক নিয়মে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে এসেছে। তারা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে ওইসব গ্রামের লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে আসছেন।
মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষ্যে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ১৯২৮ সাল থেকে আগাম ঈদ উদযাপন করে আসছেন তারা।