মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর
ঈদের দিন যত এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে মতলব উত্তর উপজেলার ঈদের বাজারে। পরিবার-পরিজন নিয়ে ঈদের পোশাক কিনতে বাজারে আসতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে কেনাকাটার কাজটি সারছেন তারা।
মতলব উত্তরের বিভিন্ন দোকানে ঈদ কেন্দ্রিক ক্রয়-বিক্রয়ে এখন ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা আশা প্রকাশ করেন চাঁদ রাত (ঈদের আগের দিন) পর্যন্ত এভাবেই তাদের ক্রয়-বিক্রয় চলবে।
মতলব উত্তরের ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বিপণি বিতানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই চিত্র। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দোকানগুলোতে চলছে জমজমাট ঈদের বেচা-কেনা।
থানকাপড়ের দোকানে এখন ভিড় কিছুটা কমলেও টেইলার্সগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ করা যায়। টেইলার্সগুলোর কারিগরেরা দিন-রাত পোশাক বানাতে ব্যস্ত সময় পার করছেন। ঈদের আগে যেভাবেই হোক পোশাক তৈরি করে গ্রাহককে সরবরাহ করতে হবে সেই বিষয় মাথায় নিয়েই কাজ করছেন টেইলার্সগুলোর কারিগররা।
সাধারণ দোকানের তুলনায় শহরের শীতাতপ নিয়ন্ত্রিত দোকানগুলোতে ক্রেতাদের একটু বেশি ভিড় দেখা গেছে। প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত মার্কেটগুলোর দিকে ছুটছেন ক্রেতারা। শীততাপ নিয়ন্ত্রিত এসব মাকের্টে নারী ক্রেতাদের আনাগোনা একটু বেশি লক্ষ্য করা গেছে।