মোঃ ছামছুজ্জামান রিয়াদ প্রতিনিধি বদরগঞ্জ রংপুর
রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ গোলাম মোস্তফা(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর ইউনিয়নের দেগোল টারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা মুজমল হকের ছেলে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে চৌধুরীপাড়া গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ মোস্তফা নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলা পাঠানো হবে।