নাগরপুর প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ব্যাটেলিয়ন ও স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক , নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ডিজিএম নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসার,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ।