জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার।
শাহবাগ আন্দোলনের মাধ্যমে দেশ
ফ্যাসিবাদী তৈরি
শাপলা চত্বর জুলাই গণহত্যা কারি ও তাদের দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন ইনসাপ মঞ্চ ।
গাইবান্ধায় পলাশবাড়ীতে চৌরাস্তায় বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয় । বিক্ষোভ মিছিল টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এসে চৌরাস্তায় মানববন্ধন করে ।
ইনসাফ মঞ্চের আহ্বায়ক তামজিদ হাসান বলেন শাহবাগ কায়েম করে দেশে ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছে উল্লেখ করে শাহবাগ আন্দোলনকারীদের বিচারের দাবি করেন ।
এ সময় আন্দোলনকারীদের স্লোগান দিতে থাকে আমার সোনার বাংলায় শাহবাগীদের ঠাঁই নাই শাহবাগীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও শাপলা সত্তরের হত্যার বিচার চাই করতে হবে শাহবাগীদের ঠিকানা এই বাংলায় হবে না ল তে লাকি তুই হাসিনা তুই হাসিনা ই তি ইমরান তুই হাসিনা তুই হাসিনা সাহাবাগিদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ রাজপথ রাজপথ দালালি না বিপ্লব বিপ্লব বিপ্লব বিভিন্ন স্লোগানের দেন।