মোঃ আবু নাঈম, পীরগাছা
রংপুর পীরগাছায় প্রশাসন দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে, যা উচ্চ আদালতের নির্দেশনায় পরিচালিত হয়। ৪ মার্চ ও ৮ মার্চ এই অভিযান দুটি ঘটে, পীরগাছা সদর ইউনিয়নের দশগা এবং কৈকুড়ি ইউনিয়নের মতিয়ারের বাজারে অবস্থিত এমটিভি বির্কস প্রো: তোফাজ্জল হোসেন ও এমবিএফ প্রো: আরিফুল হক লিটনের ইটভাটায়। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন অভিযানের নেতৃত্ব দেন, সঙ্গে ছিলেন রংপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পীরগাছা উপজেলায় মোট ২৭টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ২৪টির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে, তবে অধিকাংশই বৈধ কাগজপত্রহীন। ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন জানিয়েছেন, সকল অবৈধ ইটভাটায় উচ্চ আদালতের নির্দেশ অনুসারে অভিযান চলবে।
এদিকে, অনেক ভাটা মালিক প্রশাসনের এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন। পীরগাছা উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু জানিয়েছেন, প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে টাকা দেওয়ার পরেও এরপরও এই ধরনের অভিযান চলতে থাকলে তারা প্রতিবাদ করবেন। তবে, উপজেলা সুধীসমাজ প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন, এবং অবৈধ ইটভাটাগুলো বন্ধে সহায়তা দিয়েছে।