জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার
গাইবান্ধা পলাশবাড়ী পৌরসভার গিরিধারি পুর গ্রামের স্বামীহারা হতদরিদ্র তৈরণ বেগম ৯০ বছর বয়সে শারীরিক অসুস্থতার কারণে সে আর হাঁটাচলা করতে পারে না
দীর্ঘদিন থেকে সে মানবতার দিন কাটাচ্ছে । পক্ষাঘাত গ্রস্ত তৈরী নিজের বলতে কিছুই নেই স্বামী সন্তান হারিয়ে বর্তমানে নাতির সঙ্গে অন্যের জায়গায় আশ্রিত জীবন যাপন করছেন ।
সম্প্রতি দুর্বিষহক জীবনের এই কষ্টের কথাগুলো শুনান তুই রং বেগম প্রশাসন সহ সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের নিকট আকুল আবেদন একটি হুইল চেয়ারসহ আর্থিক আকুতি আবেদন জানান ।
খুব কষ্টে বাইচা আছি হাটা চলাফেরা করতে পারিনা টেকার অভাবে চিকিৎসা করতে পারছি না আমার আর ভালো আসনের সুযোগ দেখতেছি না । তাই কেউ যদি আমার হুইল চেয়ারটা আর আর্থিক ভাবে সহযোগিতা করতো তাইলে হয়তো দুই চার দিন আল্লাহ পাকের অশেষ কৃপায় বাইচা থাকতাম ।