1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য – রক্তাক্ত জখম নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান গোমস্তাপুরে “সুজন- সুনাগরিকের জন্য নাগরিক ” সংগঠন এর আলোচনা ও দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত। ঝিনাইদহ ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ১৫ ঘন্টা পর চকবাজারে নিখোঁজ শিশু উদ্ধার। টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা বান্দরবানে লামায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই। জয়দেবপুর থানায় অর্থের বিনিময়ে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা নেয়ার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাজীপুর সদর উপজেলায় আতস্ক গ্যাং নেতা মারুফ শ্রাবণের হামলার স্বীকার ওবায়দুল ও তার পরিবার। প্রতিনিয়ত দিচ্ছে হত্যার হুমকি

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মোসাৎ সালমা গাজী, বিশেষ প্রতিনিধি, গাজীপুর

 

গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ০১ নং ওয়াডস্ত শিরিরচালা হাজী আঃ গনি মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কে গিরে গত ২১ শে ফেব্রুয়ারি  রোজ শুক্রবার রাতে এলাকার পরিচিত কিশোর গ্যাং ( আতস্ক গ্যাং) নামীয় সন্ত্রাসী সংগঠনের মুল হোতা মারুফ হাসান শ্রাবণের(২৩) নেতৃত্বে ৫০/৬০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফিল্মি কায়দায় হামলা করে। ভুক্তভোগী ওবায়দুলের দাবি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে তাকে সালামি / চাঁদা দিয়ে তার পর করতে হবে বলে গত ১৭ ই ফেব্রুয়ারি থেকে অনবরত চাঁদার টাকা নেওয়ার জন্য তার গড়া সংগঠন কিশোর গ্যাং (আতস্ক গ্যাং) এর সদস্য মো শান্ত (২০) কে আমার নিকট ও হাজী আঃ গনি মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি ০১ নং ওয়াড ভাওয়ালগড় ইউনিয়ন বিএন পি আলহাজ্ব ইসমাইল হোসেন কে অনবরত চাঁদার টাকা (০১) লক্ষ টাকা দাবি করে আসছিল। চাঁদার টাকা না পাওয়ায় গত ২১ শে ফেব্রুয়ারি রোজ শুক্র বার রাত ৮ ঘটিকার সময় তার সন্ত্রাসী বাহিনী কিশোর গ্যাং ( আতস্ক গ্যাং) এর ৫০/৬০ সন্ত্রাসী মিলে হাজী আঃ গনি একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে। অত্র অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ানে নিয়োজিত মো জিহাদ (২৫) নামীয় সদস্য কে টেনে হেসড়ে বিদ্যালয়ের মাঠ থেকে বাহির করে বেদড়ম মার ধোর করেন। এ ব্যাপারে হাজী আঃ গনি একাডেমির সার্বিক পরিচালনায় দ্বাইত্বে থাকা ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সহ সাধাঃ সম্পাদক মোঃ ফাইজুল ইসলাম ওবায়দুল (২৫) হামলা ও নির্যাতনের কারন জানতে চাইলে কিশোর গ্যাং ( আতস্ক গ্যাং) নেতা মারুফ হাসান শ্রাবণ তার উপরও তার দল বল সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত ভাবে হামলা করে বেধড়ম মার ধোর করে তাকে আহত করিয়া পালিয়া যায়।

কিশোর গ্যাং ( আকস্ক গ্যাং) নেতা মারুফ হাসান শ্রাবণ ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটে নির্বাচিত শ্রীপুর পৌরসভার ০৫ নং ওয়াডের অটো / সিজার ভোটে কাউন্সিলর মজিবরের ছেলে। পিতার রাজনৈতিক পরিচয়ে দীর্ঘ দিন থেকেই গঠে উঠেছে এই সন্ত্রাসী সংগঠন আতস্ক গ্যাং। পিতার পৃষ্ঠাপোষকতায় ও ফ্যাসিস্ট সরকারের এম পি ও মন্ত্রীদের চত্র চায়ায় বেড়ে উঠা এই কিশোর গ্যাং ( আতস্ক গ্যাং) এর দ্বারায় আজ জন জীবন হুমকির স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।

এখন প্রতিনিয়ত হাজী আঃ গনি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাওয়ালগড় ইউনিয়নের ০১ নং ওয়াডের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন এবং অত্র বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় দ্বাইত্বে থাকা ভাওয়ালগড় ইউনিয়নের ছাত্রদলের সাধাঃ সম্পাদক ফাইজুল ইসলাম ওবায়দুল কে ফোন কলের মাধ্যমে হত্যার হুমকি অব্যাহত রেখেছেন বলে দাবি ভুক্তভোগীরা

অটো ছিনতাই, মাদক ব্যবসা,চুরি ও খুন ঘুমের কন্ট্রাক্ট নিয়ে কাজ করার একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ এছাড়াও গাজীপুর সদর থানা ও শ্রীপুর থানায় তার বিরুদ্ধে মামলা আছে বলে জানান ভুক্তভোগীরা

গত ২৩/০২/২০২৫ ইং তারিখ গাজীপুর সদর থানায় ( হোতাপাড়া) একটি সাধারন ডায়েরি করেন ভুক্তভোগী ওবায়দুল। সাধারন ডায়েরি নং ১১৯০ তাং ২৩/০২/২০২৫ জিডির ট্র্যাকিং নংঃ 6H4WQ6

এ বিষয়ে তদন্তকারী অফিসার সুজন রঞ্জন তালুকদার কে মুঠো ফোনে জানতে চাইলে তিনি দৈনিক জাগ্রত সংবাদ কে জানান একাধিক বার মুঠো ফোনে কল করে তাকে পাওয়া যায় নাই। সরাসরি তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায় না। আজকে ০৫/০৩/২০২৫ ইং পুনরায় নির্ভুল তদন্তের জন্য গঠনাস্হল ও নিম্নুক্ত ঠিকানায় যাওয়ার আশ্বাস দেন তিনি।

 

এলাকাবাসীর দাবি এই সন্ত্রাসী সংগঠন কিশোর গ্যাং (আতস্ক গ্যাং) কে গ্রেফতারের জোড়ালো দাবি করে বলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পিতা কাউন্সিলর থাকায় আধিপত্য বিস্তার করে গার্মেন্টস কর্মীদের বেতনের টাকা লুট, ছিনতাই, ধর্ষণ, খুন ঘুম সহ মাদক ব্যবসা ইত্যাদি সবধরনের অপকর্মের মুল হোতা কিশোর গ্যাং ( আতস্ক গ্যাং) লিডার মারুফ হাসান শ্রাবণ কে দ্রুত গ্রেফতারের দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। তারা গাজীপুর জেলা পুলিশ সুপার, গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার, গাজীপুর সদর থানা ও শ্রীপুর থানার অফিসার ইনচাজ এর দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট