মো মনির গাজী,গাজীপুর
[২৬ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.]
গাজীপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর এর সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন শিল্প কলকারখানার মালিক/কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প কলকারখানার মালিক/কর্মকর্তাগণ তাদের বিভিন্ন সমস্যাসহ একাধিক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার শ্রমিকগণের ছুটি, বেতন-ভাতা ও ঈদ বোনাস সরকারী বিধি মোতাবেক সকল সুবিধাদী নিশ্চিতকরণসহ বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যার বিষয়ে সমাধানের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব মোঃ আফজাল হোসেন খান, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ শিল্প কলকারখানার মালিক/কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।