এ এফ এম ইমরুল ইসলাম
উপজেলা প্রতিনিধী
দিঘলিয়া
খুলনা
দিঘলিয়ায় খ্রীষ্ট ধর্মাবলম্বীদের ১০ম বার্ষিক আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত
খ্রিস্টধর্মাবলম্বীদের ১০ম বার্ষিক আত্মিক উদ্দীপনা সভা উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা সাতটার সময় চন্দনীমহল ক্যাথলিক মিশন প্রাঙ্গণে খ্রিষ্টীয় ভক্তবৃন্দদের উপস্থিতিতে আত্মিক সভা অনুষ্ঠিত হয়।
খ্রিস্টধর্মের মূলবচনঃ ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবন মুকুটপ্রাপ্ত হইবে, তারা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাঁহাকে প্রেম করে। (যাকোব ১৪ ১২ পল)
আত্মিক উদ্দীপনা সভায় প্রধান উপদেষ্টা ক্যাটিখ্রিস্ট সেরাফিন সরকার খ্রিস্টের বাণী প্রচার করেন এবং দেশ ও দশের শান্তি কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন খ্রিষ্টীয় সভা দলের সভাপতি আগষ্টিন বাগচী, সহ-সভাপতি উইলিয়াম হিমেল সরকার, সিমন সরকার, উজ্জ্বল মন্ডল, মার্কস হালদার প্রমুখ। খ্রিষ্টীয় সভাদল ধর্মীয় ব্যক্তিদের নিয়ে ১০ম বার্ষিক সভা শান্তিপূর্ণভাবে উৎযাপন করেন।