মোঃ আবিদ হাসান,পাবনা জেলা প্রতিনিধি।
সহ সাধারণ সম্পাদক,পাবনা জেলা ছাত্রদল।
যুগ্ম আহ্বায়ক,পাবনা সদর পৌর যুবদল।
পাবনায় দীর্ঘদিন স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক।মামলা হামলার স্বিকার হতে হয়েছে বহুবার।হাজারো চড়াই উৎরাই পেরিয়ে জাতীয়তাবাদী দলের জন্য এই তরুন নেতার ত্যাগ অনস্বীকার্য।চলতি মাসের উনিশে ফেব্রুয়ারি এই তরুণ নেতার জন্মদিন উপলক্ষে জানাচ্ছি দৈনিক জাগ্রত সংবাদ,পাবনা জেলা ছাত্রদল,পাবনা সদর পৌর যুবদলের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।পাবনা পৌরবাসীর আকাঙ্ক্ষার প্রতিক ডাঃ আহমেদ মোস্তফা নোমান বিএনপি সমর্থিত ডাক্তারদের বিএনপি অনুমোদিত পেশাজীবি সংগঠন ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন,পাবনা জেলা বিএনপির সর্বকনিষ্ঠ আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন,স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মশালের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও পাবনা সদর পৌর বিএনপি সদ্য সাবেক সদস্য সচিব।আগামীর চলার পথে অনেক অনেক শুভকামনা রইল।