মোঃ আসিফ ভুয়াপুর উপজেলা প্রতিনিধি
খুনি হাসিনার আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধা নেওয়া (তেল বাজ) সাগর আহমেদ নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওরফে আওয়ামী লীগ এর যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মেম্বার এর ভাতিজা।আর এক জন নিকরাইল ইউনিয়ন ছাএলীগ সাধারণ সম্পাদক (কান পঁচা) স্বাধীন সরকার ওরফে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিন সরকার এর ছোট ভাই। এই সমস্ত কুলাঙ্গার ছাত্রলীগ নেতা দেশের মানুষ এর জন্য হুমকি স্বরূপ। আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালিন সময় এই তেল বাজ সাগর আহমেদ এবং কান পঁচা স্বাধীন সরকার সাবেক চেয়ারম্যান মতিন সরকার এবং করিম মেম্বার এর ছত্র ছায়ায় সন্ত্রাসের রাজত্ব কায়েম গড়ে তোলে। মা*গী ব্যবসা থেকে শুরু করে টেন্ডার বাজি, ইয়াবা ব্যবসা,এমন কোন অপকর্ম নাই যে,যার সাথে তারা জড়িত না।এই সমস্ত ভাইরাস দেশ এবং জাতির শত্রু।
তাই অবিলম্বে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং ভূঞাপুর উপজেলা প্রশাসন কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় । যদি একটি সুন্দর সুষ্ঠু ভূয়াপুর উপজেলা গড়তে চান তাহলে এখনি এই সমস্ত ভাইরাসকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।এরা এখনো কিভাবে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়, এখনো কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুনি হাসিনার প্রচারণা চালায়। নিকরাইল ইউনিয়ন বিএনপি চুপ কেন জাতি জানতে চায়..