মোঃ আবু রায়হান (নাটোর):
স্থানিয় সূত্রে জানা যায় শনিবার ভোর ৬ টার দিকে সিংড়া উপজেলাধীন ১০নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামের ধান ব্যাবসায়ী মোঃ ওসমান গনি বাবু(৫২), পিতা- মৃত আব্দুল প্রমাণিক, তার নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য তার বাড়ির পাশে মসজিদের উদ্দেশ্য বের হয়।
মসজিদে সিঁড়িতে উঠতেই তার পিছন থেকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে তার আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনার পরপরই সিংড়া আর্মি ক্যাম্প (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাপক তল্লাশীর পর দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১টি চাইনিজ পিস্তল,১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে
স্থানিয় সেনা সদস্যরা জানিয়েছেন।