1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড বদরগঞ্জে বিএনপির কর্মী লাভলু মিয়া হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ তাঁর পরিবার সখিপুরে ১০ হাজার পিস ই*য়া*বা*স*হ হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রে*ফ*তা*র ৫৪ বছরের সরকারগুলো নারীদের নিরাপত্তা ও সম্মান মর্যাদা দিতে পারেনি ডা. শফিকুর রহমান রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মতলবে মেঘনার তীর সংরক্ষণের ব্লক ধ্বসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত। সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য – রক্তাক্ত জখম নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান গোমস্তাপুরে “সুজন- সুনাগরিকের জন্য নাগরিক ” সংগঠন এর আলোচনা ও দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত।

ফটিকছড়িতে এসি ল্যান্ডের বিরুদ্ধে জরিমানার অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।

ফটিকছড়ি প্রতিনিধি :

 

– ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সুয়াবিল এলাকায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার বড় একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে এসিল্যান্ডের পকেটে ভরার অভিযোগ এনেছেন আমান উল্লাহ নামে স্থানীয় এক যুবদল নেতা।
এ ঘটনা জানাজানি হলে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
পাশাপাশি এসিল্যান্ড হিসেবে ফটিকছড়িতে তাঁর যোগদানের ২৮ দিনের মাথায় পার্বত্য জেলার বান্দরবানের রোয়াংছড়িতে বদলির বিষয়টি এখন টক অপ দ্যা ফটিকছড়িতে পরিণত হয়েছে।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান এসিল্যান্ড। সেখান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে তাঁর হেফাজতে নিয়ে আসা হয়।

পরদিন ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটিকে ছেড়ে দেয়া হলেও রার্ষ্ট্রীয় কোষাগারে জমা দেন এক লক্ষ দশ হাজার টাকা।

এ বিষয়ে মাটি কারবারী যুবদল নেতা আমান উল্লাহ বলেন টিলা কাটার অপরাধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে এসিল্যান্ড আমার একটি এস্কেভেটর ও দুইটি ড্রামট্রাক আটক করে নিয়ে যায়। পরদিন ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনি। তিনি আরো বলেন এ কাজে এসিল্যান্ডের সাথে মধ্যস্থা করিয়ে দেয়ায় ওই অফিসের পিয়নকেও ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল আমিন বলেন জরিমানার অংক ১ লক্ষ ৬০ টাকা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন সেদিন পাঁচটি গাড়ি চারা হয়েছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে। ৪টি গাড়ী ১ লাখ ১০ হাজার অপর একটি গাড়ি ৬৫ হাজার।

সেদিনের আদায়কৃত অর্থের রশিদ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে এসিল্যান্ড জানান যেদিন গাড়িগুলো ছাড়িয়ে নেয় সে দিন ছুটিতে যাচ্ছিলাম, তাড়াহুড়ার কারনে রশিদ দিতে পারিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ নিয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তাঁর বদলির আদেশের ব্যাপারে বিভাগীয় কমিশনার স্যার ভাল বলতে পারবেন।

উল্লেখ এ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তার সাবেক কর্মস্থল সাতক্ষীরা তালা উপজেলায় প্রতিবাদ মিছিল হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট