কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসা এ্যান্ড আলহেরা ইসলামী একাডেমীতে ১১ ফেব্রুয়ারী, মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। এতে উক্ত মাদ্রাসার হিফজ, মক্তব ও নূরানী একাডেমী শাখার শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে। ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের শিক্ষা সামগ্রী ও আজকের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে প্লেট বিতরণ করা হয়। ইকরা নূরানী শিক্ষাবোর্ডে ৩য় শ্রেণির সনদ পরীক্ষায় বোর্ড স্ট্যান্ডধারী ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান।
পুরষ্কার বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ সহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।