নেএকোনা জেলাপ্রতিনিধি
জয়নব।
১৯৫১ সালে নেএকোনা জেলার ১টি রাজনীতি সচেতন পরিবারে জন্ম গ্রহন করেন রোকেয়া কবির। স্কুল জীবন থেকেই তিনি ছাএ ইউনিয়ন এর সাথে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম এ পাশ করেন। তিনি অংশ নিয়েছিলেন ষাট এর দশকে শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার যুদ্ধে অংশ নেন।
রোকেয়া কবির সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘ বাংলাদেশ নারী প্রগতি সংঘ'(BNPS)।
‘নারীর প্রতি বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক ও সমতাপূর্ণ একটি সমাজ প্রতিষ্টা ‘ এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি সংস্হাটি প্রতিষ্ঠা করেন ১৯৮৬ সালে। সংস্হাটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার মোহাম্মপুরে অবস্হিত।সংস্হার নির্বাহী পরিচালক রোকেয়া কবির এবং পরিচালিত হয় ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মাধ্যমে।এই দুটি কমিটির সবাই নারী।
নারীরা সম্পদের সমান অধিকার পান না, সমাজে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, একই প্রতিষ্ঠানে কাজ করার পরেও পুরুষের তুলনায় পারিশ্রমিক কম পান। বাল্য বিয়ে, এসিড নিক্ষেপ, গৃহবধূ নির্যাতন এর শিকার হন নারীরা।
বিএনপিএস(BNPS) নারী ও যুব দলের সাথে সভা-সমাবেশ করে নারী নির্যাতন, বাল্যবিয়ে, যৌতুকের ক্ষতিকর প্রভাব আলোচনা করেন ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদেরকে উৎসাহিত করেন। গ্রাম ও শহর পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি অর্থাৎ নারীদের নিয়ে কাজ করে নারীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘ বাংলাদেশ নারী প্রগতি সংঘ’।