মোঃ রাসেল উপজেলা প্রতিনিধি বান্দরবান
আজ দুপুরে আলীকদম-ফাঁসিয়াখালী সডকের তারাবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের হলেন
মো: বেলাল (৩০)
পিতা; মাশুক আহমদ
সাং- নাছির চেয়ারম্যান পাড়া, ২ নং ওয়ার্ড,
মিনহাজ (১৮), পিতা: মিন্টু
সাং- বাজার পাড়া, ২নংওয়ার্ড
মো: সৈয়দ আমিন (৪৫)
পিতা: অজ্ঞাত,
সাং- মনু মিস্ত্রির কলোনী, নাছির চেয়ারম্যান পাড়া
১নং আলীকদম ইউপি
আলীকদম,এরা সবাই আলীকদম বাজারপাড়ার বাসিন্দা। উল্লেখ্য, লামা-আলীকদম চকোরিয়া সড়কটিতে এখন মৃত্যুঝুঁ বেড়ে চলছে। পাহাড়ের বুকছিড়ে তৈরি এই সড়কের বিভিন্ন বাঁক সংকোচিত হওয়ার দুর্ঘটনা ঘটছে। ১৮ ফুট প্রশস্ত সড়কে প্রতিদিন শত শত পর্যটকবাহী মোটর সাইকেল, চাঁদের গাড়ি, সামরিক, আধা সামরিক, বেসামরিক ও যাত্রীবাহী, ভাইভেট কার, মাইক্রো ও নির্মাণ সরঞ্জাম নিয়ে বড় বড় ট্রাক, লরি যাওয়া আসা করে। এছাড়াও নির্মানাধীন সীমান্ত সড়কের নির্মাণ সরঞ্জাম নিয়ে ধারণ ক্ষমতার অধিক লোড নিয়ে পরিবহন হচ্ছে। ফলে দিনদিন সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত এই সড়কটি সংস্কার, প্রশস্ত ও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো কয়েকগুন চওড়া করার অপরিহার্য হয়ে উঠেছে। আলীকদম থানা পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘাতক ট্রাকটি আটক করেছে থানা পুলিশ।