বি,এম, ফরিদ হাইমচর প্রতিনিধি।
হাইমচর উপজেলা সম্মেলন কক্ষে জনাব, মোঃ আশরাফুল হাসান ( উপজেলা প্রকৌলী, হাইমচর,চাঁদপুর।) এর সভাপতিত্বে, তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠান সম্পন্য হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জনাবা, উম্মে সালমা নাজনীন তৃষা। হাইচরের জন্য নিবেদিত প্রান হাইমচরের উন্নয়নে সামাজিক কাজে একধাপ এগিয়ে থাকা কৃষিতে খাল, খনন সহ দ্রুত সামাজিক যেকোন কাজের সমাধানে রেখেছকন অতুলনীয় পদক্ষেপ । ( উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাইমচর, চাঁদপুর।)
মুখ্যআলোচকঃ হাইমচরের হাজারো ছাত্রের সম্মানিত, ওস্তাদ, গুনিজন। জনাব, মনোওয়ার হোসেন মোল্লা( সাবেক অধ্যক্ষ হাইমচর সরকারি মহাবিদ্যালয়। হাইমচর,চাঁদপুর।)আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার জনগন সহএকঝাক যুবক।