মোঃ আবিদ হাসান,পাবনা জেলা প্রতিনিধি।
জমিদার বংশে জন্ম নিয়েও অত্যান্ত সাধারণ জীবন যাপন করেছেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। জীবনের শুরুতে ছাত্রাবস্থায়, যখন সবাই আনন্দ ফুর্তিতে গা ভাসিয়ে দেয়, তখন শিমুল বিশ্বাস দেশের টানে, গরীব দুঃখীর ভাগ্যের উন্নয়নের মানসে নিরলস পরিশ্রম করেন। যোগ দেন শ্রমিক আন্দোলনে। দীর্ঘদিন শ্রমিকদের সাথে থাকতে থাকতে এক সময় শ্রমিকদের মতোই জীবন যাপন শুরু করেন। শ্রমিকরা মনে করতে থাকে তিনি তাদের মতই শ্রমিক। তাদের ভুল ভাঙ্গে অনেক পরে, একদিন শিমুল বিশ্বাসের বাড়িতে বেড়াতে এসে। তারা দেখে শিমুল বিশ্বাস একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। তারা অবাক হয়ে যায়।
বিএনপি ক্ষমতায় আসলে বেগম খালেদা জিয়া তাকে (বি.আই.ডাবলিউ.টি.এ) এর চেয়ারম্যান নিযুক্ত করেন। তখনও প্রতিষ্ঠানটি সরকারের একটি অলাভ জনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এমনকি বাংলাদেশ সৃষ্টির পর থেকে তখন পর্যন্ত এটি লাভের মুখ দেখেনাই। শিমুল বিশ্বাস কাজটিকে চ্যালেন্জ হিসেবে গ্রহণ করলেন। নিজের সততা ও কর্মদক্ষতা দিয়ে পাঁচ বছরে প্রতিষ্ঠান টিকে একটি লাভ জনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করলেন।
এল ওয়ান এলিভেন। বেগম খালেদা জিয়া জেলে, তারেক রহমানও কারাগারে। বিএনপির বড় বড় নেতারা গা ঢাকা দিয়ে। কেউ মুখ খুলতে সাহস করছে না। অনেকেই তলে তলে ফখরুদ্দিন-মইনুদ্দিন গঙদের সাথে হাত মিলিয়েছে। ঠিক সেই সময় শিমুল বিশ্বাস জীবনের ঝুকি নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে আইনি লাড়াই চালিয়ে যান। হুমকি ধামকি কম আসেনি সেই সময়ের সামরিক সমর্থনপুষ্ট ওয়ান এলিভেন সৃষ্টির নায়কদের পক্ষথেকে। কিন্তু কোন ভয় ভিতিই সেদিন শিমুল বিশ্বাসকে দমাতে পারেনি। তিনি সকল হুমকিকে উপেক্ষা করে ম্যাডামের মুক্তির জন্য আইনি সংগ্রাম চালিয়ে যান। ম্যাডামকে কারাগার থেকে মুক্ত করেন।
তার পর থেকে বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন শিমুল বিশ্বাস। আর তার জন্য আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের স্বীকার হতে হয়েছে তাকে বহুবার। খেটেছেন জেল।রাজনীতি যার রক্তে লেখা, তাকে কি প্রশাষনের রক্ত চক্ষু দমিয়ে রাখতে পারে?। পারে নি। জেলে থাকাকালীন জেলের ভেতরের সাধারণ কয়েদি ও দলের কর্মীদের সঙ্গে হৃদ্যতাপূর্ন সম্পর্ক গড়ে উঠতে একটুও দেরি হয় নি। জেলের কয়েদিরা পর্যন্ত তাকে গভীর ভাল বেসে ফেলে। এরকম একজন রাজনৈতিক নেতাকে আল্লাহ হায়াত দারাজ করুন।