মোহাম্মদ উল্লাহ, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ উপজেলায় শিক্ষক মো: বেলায়েত হোসেনের দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতার রাজকীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।
সেনবাগ উপজেলার মগুয়া এম. এ. আলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বেলায়েত হোসেনের বিদায় সংবর্ধনা ৩০ ডিসেম্বর’২০২৪ তারিখ রোজ- সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে দিনটি ছিল আবেগঘন ও স্মরণীয়।
জানা গেছে, মোঃ বেলায়েত হোসেন ১৩ ডিসেম্বর ১৯৯৪ সালে মগুয়া এম. এ. আলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।
দীর্ঘ ৩০বছর ধরে সততা,নিষ্ঠাএবংআন্তরিকতার সঙ্গে শিক্ষাদানের মহান দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে তিনি শুধুমাত্র জ্ঞানের আলো বিতরণ করেননি বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উনার অমায়িক ব্যবহার, সময়ানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল উদাহরণ।