গাজীপুর জেলার সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ভারত থেকে চোরাই পথে চিনি, কম্বল ও মাদক দ্রব্য এনে পাইকারি বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা যায় বানিয়ারচালা এলাকার স্থানীয় সামেদ আলী হকের বাড়ি ভাড়া নিয়ে চালানো হচ্ছে এ চোরাচালান পন্যের ব্যবসা। ঐ বাড়ির ভাড়াটিয়া রুস্তম আলীর বিরুদ্ধে চোরাচালান পন্যের ব্যবসা করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগর সত্যতা পান সাংবাদ কর্মীরা। অভিযুক্ত রুস্তম আলী (৩৫) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন এর সীমান্তবর্তী এলাকা দিয়ে বয়রা আলী নামে এক ব্যক্তির মাধ্যমে চিনি, কম্বল, শীতের পন্য, কসমেটিকস ও মাদক দ্রব্য এনে গাজীপুর সহ আশেপাশের এলাকায় পাইকারি বাজারে বিক্রি করে আসছেন দীর্ঘ দিন ধরে। এই চোরাচালান পন্যের নেতৃত্ব দেন রুস্তম আলী। সাংবাদিকরা ঘটনাস্থলে রুস্তম আলীর ভাড়া বাসায় চিনির বস্তা, কম্বল সহ অন্যান্য মালামাল এর সত্যতা পাওয়ায় সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে রুস্তম আলী। এক পর্যায়ে ব্যর্থ হলে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি ও হুমকি দেন বলে জানা গেছে
এ বিষয়ে গাজীপুরের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান চোরাই পণ্য বাজারে প্রবেশ করায় আসল পন্য বাজারে পাওয়া ও বিক্রি করা কঠিন হয়ে পড়েছে
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। তদন্ত সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে