গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড (চায়না) ফ্যাক্টরি ।
ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডে এর
২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য এবং ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবত এলাকা বাসীর অতি কষ্টের সাথে চলাফেরা করতে হতো। এই কাঁচা রাস্তাটির এমন বেহাল দশা ছিলো বর্ষাকালে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করতো। বিশেষ করে বর্ষার দিনে নোংরা পানি আর কাদার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, শিশু বাচ্চা এবং বৃদ্ধ লোকেদের এই রাস্তাটি দিয়ে হাঁটতে অনেক দুর্ভোগ পোহাতে হতো।
এমতাবস্থায় দীর্ঘদিন যাবত অসহায় এলাকাবাসী সবাই এক সাথে সম্মিলিত হয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর নিকট বিনয়ের সাথে আবেদন করে আসছে রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য। এলাকা বাসীর ভালোবাসার এই আবদারে খন্দকার খোরশেদ আলম এর হৃদয়কে নাড়া দেয়। তাই গরিব,অসহায়,ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই রাস্তাটি ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে পাকা করন করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা
এলাকা বাসী আর ও জানিয়েছে যে রাস্তাটি কাজ বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা অত্যন্ত ভূমিকা রেখেছেন, ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট সংলগ্ন নিবাসী মরহুম চাঁন মিয়া আকন্দ এর বড় মেয়ে এবং একুশের সংবাদের স্টাফ রিপোর্টার;- খাদিজা আক্তার রওজা ও ছেলে মোঃ মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দ এর দুই জামাতা মোঃ এ,আর,সুলতান, মোঃ সোহান মিয়া, মোঃ নুরু মিয়া আকন্দ এর ছেলে মোঃ মামুন মিয়া আকন্দ ও মোঃ আলমগীর হোসেন আকন্দ, মরহুম আব্বাছ আলী মুন্সির ছেলে আব্দুল হাদিত সহ আর ও অনেকেই।
ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয় এলাকাবাসীর স্বপ্নের এই রাস্তাটি । দীর্ঘ দিনের দুর্ভোগ যেন শেষ হলো আজ তাই সবার মুখে ফুটে উঠেছে সুখের হাসি মেতে উঠেছে সকলেই আনন্দ উল্লাসে। বুক ভরা আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের মাননীয় ব্যাবস্হাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করেন এলাকাবাসীরা।