মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর পাটোয়ারী বাড়ীর যৌথ পরিবারের একটি পুকুরে গবাদি পশুর মল-মুত্র ফেলে পরিবেশ দুষণ করছে একই বাড়ীর মৃত আব্দুল করিম পাটোয়ারীর ছেলে হুমায়ুন পাটোয়ারী। এতে ওই বাড়ীর ১৫ টি পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এ ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হুমায়ুন পাটোয়ারীর বিরুদ্ধে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ ইউনুস পাটোয়ারী।
অভিযোগের মাধ্যমে জানা গেছে, হুমায়ুন পাটোয়ারী বাড়ীর পুকুর পাড় ঘেষে একটি গরুর খামার করেন। ওই খামারের গরুর মল-মুত্র পাইবের মাধ্যমে পুকুর ফেলে।এতে পুকুরের পানিগুলো বিনষ্ট হয়ে যায় এবং ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।যার ফলে ওই বাড়ীর ১৫ টি পরিবার পুকুরের পানি ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী মহসিন পাটোয়ারী, ইব্রাহিম পাটোয়ারী বলেন,একটি বাড়ীতে পুকুর এবং পুকুরের পানি পারিবারিক সকল কাজে দরকার হয়।বিশেষ করে গোসল, কাপড় ধোঁয়া এবং হাড়ি পাতিল ধোয়া মাজার জন্য পুকুরের পানি প্রতিনিয়ত প্রয়োজন। কিন্তু গবাদি পশুর মলমূত্র পুকুরে ফেলবার কারনে পানিগুলো বিনষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। একাধিকবার তাকে বলার পরও তিনি পেশীশক্তি দিয়ে খামখেয়ালিমত সকলের ব্যবহৃত পুকুরে গবাদি পশুর মাল-মাত্র ফেলছেন।
মোহাম্মদ ইউনুস পাটোয়ারী বলেন, তাকে একাধিকবার বলার পরও কোন ব্যবস্থা না নেওয়ায় এবং উপায়ান্তর না পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করি ।
এ বিষয়ে হুমায়ুন পাটোয়ারী বলেন, হে আমি পরিবেশ নষ্ট করছি।আপনাদের যা মন চায় লিখেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।