মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলার মংচ পাড়ায় কূপে পড়ে নাজমুল নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতার নাম আনোয়ার হোসেন এবং মাতার নাম ইছমাতারা।
জানা গেছে, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি কূপে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।