আসগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরের টেক্সটাইল এলাকার সাজ্জাদ (২৪) আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারের উত্তরে কুমারীকুল বালুশাহ গেইটের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় মেজবাহ আহমদ ও সুবাইর আহমদ নামের দুই বাইক আরোহী গুরুতর আহত হন। আহতদের বাড়ি নগরীর অক্সিজেন শহীদ নগর এলাকায়।
জানা গেছে, তারা তিনজনই বরযাত্রী হিসেবে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সরকারহাটের পাশের একটি মোড়ে অতিরিক্ত স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত সাইড থেকে আসা ভ্যান গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে দুইজন বাইক থেকে ছিটকে পড়েন এবং চালক সাজ্জাদ রাস্তার পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তার মাথার মারাত্মক আঘাতে মৃত্যু হয়।
আহত মেজবাহ ও সুবাইরকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।