কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মসজিদের ইমামকে মারধোর ও তার পক্ষে কথা বলায় আব্দুল আজিজ কে পিটিয়ে হাত ফাটিয়ে দিয়েছে ভন্ড নেশাগ্রস্থ পীরের মুরিদ, তার ভাই ও ভাতিজা। গত শুক্রবার উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকায় রাত ৯ টার দিকে মজনু’র দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রায় সপ্তাহ হয়ে গেলেও এর উপযুক্ত বিচার না হওয়ায় সম্মিলিত আলেম সমাজ ও ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুত বিচারের জন্য এলাকার মাতুব্বরদের ২৪ ঘন্টার আলটিমেটাম দেন।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার রাতে জয়নগর নয়াপাড়া জামে মসজিদের ইমাম জামিনুর ইসলাম মজনু’র দোকানে বসে ইসলাম ও নামাজ নিয়ে কথা বলার এক পর্যায়ে শম্ভুগঞ্জ পীর ভক্ত মোস্তফা ইমাম সাহেবকে মারধোর করে। তার পক্ষে কথা বলায় মোস্তফার বাড়ী’র সামনে দিয়ে যাওয়ার সময় আব্দুল আজিজ নামে ৬৫ বয়সের এক বৃদ্ধকে পিটিয়ে হাত ফাটিয়ে দেয় মোস্তফা, তার ভাই মুক্তা, দুলাল ও ভাতিজা বিপুল। পরবর্তিতে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার ৬ দিন পার হলেও উপযুক্ত বিচার না হওয়ায় সম্মিলিত আলেম সমাজ ও বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এলাকার মেম্বার ও মাতুব্বরদের সন্তোষজনক বিচারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। তা না হলে অভিযুক্ত মোস্তফা, তার ভাই ও ভাতিজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করেন।