মোঃ খাইরুল ইসলাম, জামালপুর
জামালপুর ইসলামপুর উপজেলা থেকে নিখোঁজের একদিন পর ইসলামপুর টিএন্ডটি অফিসের সামনে পানি নিষ্কাশনের ড্রেনের মধ্যে থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ৯ টার দিকে এলাকার লোকজন ভিড় জমালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির নাম সমজউদ্দিন (৬০) পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার বাসিন্দা গতকাল ২১এপ্রিল সন্ধ্যায় থেরাপি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল বলে তার মেয়ে জানান।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।