মোঃ আরিফ হোসেন, গাজীপুর
গাজীপুর সদর উপজেলায় সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার ও মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরন করেন গাজীপুর সদর উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার ঢাকা।
সভাপতিত্ব করেন জনাব নাফিসা আরেফীন, জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়, গাজীপুর।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন জনাব মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার সদর, গাজীপুর
এ সময় ১২ জন প্রতিবন্ধী কে ১২ টি হুইল চেয়ার ও ৭ জন মহিলা কে ৭৫ হাজার টাকা করে ৫ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করেন।
এ সময় সদর উপজেলার স্হানীয় সরকার (এল জি ই ডি) প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোবারক হোসেন সহ উপজেলার সকল বিভাগের / দপ্তরের অফিসার গন উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি উপস্হিত সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দিতে গিয়ে বলেন ৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে আমাদের উপর দ্বাইত্ব অনেকটাই ভেড়ে গিয়েছে। আমরা জনগনের খুব কাছাকাছি থেকে উন্নয়ন ও সেবা নিশ্চিত করবো। সুশৃংখল ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র উপহার দিতে সকলকে সচেতন হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
উপজেলা অফিসার্স ক্লাবের সামনে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।