মোঃ আজমির হাসান
কর্ণফুলী উপজেলা
কর্ণফুলীর ঘাট গুলোর মধ্যে তিনটি পরিচালনা করতেছে সাম্পান সমিতি তারা আমাদের সাথে একমত যে ভাড়া পনেরো টাকা হওয়া দরকার কিন্তু তাদের দাবি তাদের থেকে খাস কালেকশন দুগুণ করা হয়েছে এই বাংলা মাস থেকে। তাই খাস কালেকশন আগের মত না নিলে তাদের পক্ষে ১৫ টাকা ভাড়া নেওয়া কষ্টকর হবে। আন্দলোন কারিরা বলেন, আমাদের কথা দিয়েছেন আপাতত একটা সমাধানে না আসা পর্যন্ত তারা ভাড়া ১৫ টাকা নিবে এবং আমরা যদি খাস কালেকশন কমিয়ে দিতে পারি অথবা সিটি করপোরেশন কর্তৃক ভাড়া কমিয়ে আনতে পারি তারা তা মেনে নিবে এবং ১৫ টাকা ভাড়া ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের সাথে আন্দোলন করবে। কর্ণফুলীর বাকি ঘাট গুলো ইজারাদাররা সেখানে উপস্থিত ছিল না কিন্তু আমাদের বক্তব্য ছিল ভাড়া যেভাবে হোক আমরা আগের টায় ফিরিয়ে নিয়ে আসবো। রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গগণ আমাদের সাথে একমত হয়েছে।
আজকের মিটিং এর মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যা ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে।
আমরা কালকে রাতে সবাই মিলে আবার ব্রীজ ঘাট বসবো এবং পরের দিন আমাদের দাবি নিয়ে প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং করব যাতে আমাদের সব দাবি লেখা থাকবে এবং আমরা তা সিটি কর্পোরেশনকে এক কপি দিয়ে দিব।
যদি তারা ব্যবস্থা না নেন তাহলে আমরা কর্ণফুলীর সকল ছাত্র জনতা মিলে সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করবো। কর্ণফুলীর উপর চাপিয়ে দেওয়া বৈষম্য আমরা মেনে নিব না এবং কোন ব্যক্তির এজেন্ডাও আমরা বাস্তবায়ন হতে দিব না।
দাবি আদায় না হলে দ্রুত আন্দোলনের ডাক আসবে সবাই প্রস্তুত থাকেন।