1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড গাইবান্ধা পলাশবাড়ী তিন বছরের শিশুর সড়ক দুর্ঘটনায় নিহত নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান – ইউএনও নোমান মতলব উত্তরে মেশিনে ধান কাটা শতক প্রতি ৯০ টাকা নির্ধারিত পলাশবাড়ী প্রেসক্লাবে মিথ্যা হয়রানি মামলার প্রতিবাদ। হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতা বেলাল মেম্বার বিএনপিতে যোগ দান। তারাগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বদরগঞ্জে বিএনপির কর্মী লাভলু মিয়া হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ তাঁর পরিবার সখিপুরে ১০ হাজার পিস ই*য়া*বা*স*হ হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রে*ফ*তা*র ৫৪ বছরের সরকারগুলো নারীদের নিরাপত্তা ও সম্মান মর্যাদা দিতে পারেনি ডা. শফিকুর রহমান রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে মেশিনে ধান কাটা শতক প্রতি ৯০ টাকা নির্ধারিত

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

 

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শতক প্রতি কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শতক প্রতি ৯০ টাকা, একরে ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপজেলার কৃষক প্রতিনিধি ও কম্বাইন হারভেস্টার মালিকদের উপস্থিতিতে এই রেট নির্ধারণ করা হয়।

জানা যায়, গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মেশিনে অতিরিক্ত দামে ধান কাটার অভিযোগ আসছিলো। এর প্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসারের আহ্বানে এ সভা আয়োজন করা হয়।

সভায় হারভেস্টার মালিকদের পক্ষে স্বাগত বক্তব্যে মেহেদী হাসান লিটন জানান, একদিকে মেশিনের পার্টসের দাম অত্যধিকভাবে বৃদ্ধি, এই এলাকায় সহজলভ্যতার অভাব, অন্যদিকে এই উপজেলায় সারাবছরে এক মৌসুম হার্ভেস্টার দিয়ে ধান কাটার সুযোগ থাকার ফলে আমরা ভর্তুকি মূল্যে মেশিন নিয়ে লাভ তো দূরের কথা, মূলধনই তুলতে পারছি না। আমরা সঠিক সময়ে কিস্তি দিতে না পারায় এখন কোম্পানিগুলো উচ্চ সুদ নির্ধারণ করেছে। আমরা এখন দিশেহারা। তিনি আরো জানান,

এই এলাকায় জমির আকার ক্ষুদ্রাকৃতি ও এলোমেলো। বিভিন্ন জাতের ধান রোপণের কারণে একই সাথে অনেক জমিতে ধান কাটতে পারি না। ফলে অল্প অল্প জমিতে ধান কাটায় জ্বালানি খরচ বেড়ে যায়। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি না পাওয়ায় কৃষকরা একই সাথে ধান রোপণ করতে পারে নি। ফলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হই না।

এছাড়া উপস্থিত অন্যান্য হারভেস্টার মালিকগণ বলেন, আমরা কৃষকদের কাছ থেকে ১১০ টাকা শতাংশ দাবি করলেও তারা প্রকৃত জমির পরিমাণ কম দেখিয়ে আমাদের গড়ে ৭০-৮০ টাকা শতাংশ প্রতি ধরিয়ে দেন। একদিকে মেশিনের পার্টসের দাম, ড্রাইভারের মজুরি বৃদ্ধি, একই মাঠে একই সাথে পর্যাপ্ত জমির অভাব, অন্যদিকে দাম কম দেওয়ার ফলে আমরা মেশিন কিনে এখন হতাশ।

এদিকে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা পরিষদের সভাপতি মো. আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আল মামুন, অর্থ সম্পাদক সালাউদ্দিন খান রনি, সাংগঠনিক রিয়াদ প্রধান, কার্যকরী সদস্য মো. সোহেল সরকার।

উদ্যোক্তারা জানান, বর্তমানে সার, ঔষধ, জমির লিজ খরচ, লেবারের দাম বৃদ্ধির তুলনায় ধানের দাম বাড়ে নি। ফলে অতিরিক্ত দামে ধান কাটার রেট নির্ধারণ করলে আমরা নিঃস্ব হয়ে যাবো। গতবছরকে ফলো করে আগের দামেই ধান কাটার রেট নির্ধারণ করা হোক। আমাদের দাবি, সর্বোচ্চ ৯০ টাকা শতাংশ নির্ধারণ করা হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষকদের দাবি অনুযায়ী এ বছরের জন্যে আগের দামেই শতাংশ প্রতি ৯০ টাকা ধান কেটে কৃষকদের সহযোগিতা করুন। পরবর্তীতে যদি আপনাদের না পোষায় তাহলে আগামীতে আবার আলোচনা সাপেক্ষ দাম নির্ধারণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট