মোঃ ছামছুজ্জামান রিয়াদ বদরগঞ্জ রংপুর,প্রতিনিধি
রংপুর-দিনাজপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মহুবার রহমান (৫৫)নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আশরাফুল ইসলামনামের আরও এক জন। আজ রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে, মহুবার রহমান মহাসড়কের বেলতলী ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলটিকে পিছন থেকে রংপুরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মহুবার রহমান, মহুবার রহমান ঘনিরামপুর নদীর পাড় গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে । এছাড়াও আহত হন আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি । স্থানীয়রা আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এতে ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘সোমবার (২০এপ্রিল ) রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি তারাগঞ্জ বারাতি এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। ড্রাম ট্রাকটি পুলিশের হেফাজতে আছে।