জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা পলাশবাড়ীতে ঢোল ভাঙ্গা নামক স্থানে চপ্পলের ইটের ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে ঘটনা স্থলে তিন বছরের শিশু আলেয়ার মৃত্যু ঘটে। পলাশবাড়ী উপজেলা ঢোলভাঙ্গা চপ্পলের ইটের ভাটার সামনে একটি কাভার ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশু আলেয়ার মৃত্যু ঘটে। মৃত আলেয়ার বাড়ি পূর্ব গোবিনাথপুর সেনাবাহিনী সদস্য মাহমুদের মেয়ে ছোট্ট শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ জনগণ কাভার ভ্যানটিকে আটক করে হাইওয়ে পুলিশকে খবর দিলে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাভার ভ্যানটি নিয়ে যায় থানায়,
ড্রাইভার পলাতক।