মু.আবু নাঈম
পীরগাছা প্রতিনিধি
রংপুর জেলা তাঁতীদলের আওতাধীন ১১টি ইউনিটের সুপার-৫ নেতৃবৃন্দকে নিয়ে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রদল সভাপতি ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক জনাব মোঃ আনিছুর রহমান লাকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল বাতেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের সভাপতি মোঃ ফজলে এলাহী ডিউক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কায়সার মিথুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান নয়ন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের ইউনিট সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা জানান। সভাপতি ফজলে এলাহী ডিউক সমস্যাগুলো লিপিবদ্ধ করে সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রংপুর জেলা তাঁতীদলের একতা, নিষ্ঠা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ভূয়সী প্রশংসা করেন এবং আন্দোলন-সংগ্রামে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন।
রংপুর জেলা তাঁতীদলকে আরও সুসংগঠিত করতে প্রতি মাসে একবার করে সাংগঠনিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।