মোঃআজমির হাসান
নৌ বাহিনীর ডুবুরি দল অভিযান পরিচালনা করেছে। শিশুটি উদ্ধারে সিটি মেয়রের ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণ
চট্টগ্রামে কাপাসগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিক্সা নালায়, চালক ও দুই মহিলা যাত্রী উদ্ধার হলেও পানির তোড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলায় নালায় পড়ে তলিয়ে গেছে এক শিশু। শুক্রবার (১৮ এপ্রিল) সাড়ে আটটার দিকে চকবাজারের কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে।
এসময় নালা থেকে ওই শিশুর মাকে উদ্ধার করা গেলেও পানির স্রোতে তলিয়ে যায় ছয় মাস বয়সী ওই শিশু। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকবাজার কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে দিয়ে যাওয়ার পথে নালায় পড়ে যায় ব্যাটারিচালিত রিকশাটি। এসময় রিকশার দুই যাত্রীর মধ্যে একজনের কোলে একটি ছয় মাসের বাচ্চা ছিল। ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের একটি টিম গিয়ে দুইজনকে উদ্ধার করতে পারলেও বাচ্চাটি উদ্ধার করতে পারেনি। বৃষ্টির পরপরই নালার স্রোত বেশি থাকার কারণে বাচ্চাটি তলিয়ে গেছে। আমরা উদ্ধার করার জন্য কাজ করছি।
এর আগে, ২০২৩ সালের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় খোলা নালায় পড়ে দেড় বছর বয়সী ইয়াছিন আরাফাত নামে এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।