মোঃ আজমির হাসান
কর্ণফুলী উপজেলা প্রতিনিধি
কর্ণফুলী উপজেলার শিকলবাহা (৪নং ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ায় আগুন পুড়ে ৬ পরিবারের কাঁচা ও আধাপাকা ঘর ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৪০ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষয় ক্ষতি এখনো পর্যন্ত জানা যায় নায়। কেউ আহত ও নিহতের খবর পাওয়া যায় নাই কর্ণফুলী ফায়ার সার্ভিস ঘটনা তদন্ত করে বলেন মশার কয়েল থেকে আগুন দরে সবাই তখন ঘুম যখন যানতে পাড়ে ঘড়ে আগুন লাগছে নিজেদের জীবন নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে সময় ছিলো না আসবার পএ সড়ানোর অল্পতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলো আগুন নিয়ন্তনে আনে।