বাগমারা প্রতিনিধি :
রাজশাহীতে পূর্ব শত্রুতা ও ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি কমপ্লিন সেল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগকারি মোঃ মাসুম রেজা হামিম। তিনি রাজশাহী মহানগরীর পুরাতন বিলশিমলা এলাকার বাসিন্দা।অভিযোগপত্রে হামিম উল্লেখ করেন, গত ২৩ মার্চ রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় আমি ও আমার চাচাতো ভাই মোঃ শহিদুল ইসলাম ওরফে রায়হান এর নামে একটি ভাংচুর ও চুরির মামলা দায়ের করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্য বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এ ঘটনার সাথে আমি আমার চাচাতো ভাই কোন ভাবেই জড়িত নই। এটি পূর্ব শত্রুতার জের ধরে আমাদের নামে এই মিথ্যা মামলাটি রুজু করা হয়েছে। যার মামলা নং, ২০/৬৬। সেই মামলার বাদি একই এলাকার বাসিন্দা মোঃ মাসুদুর রহমান (৪৮)।আমার বড় ভাই মোঃ টনি মামলার বাদীর বোনের কাছে থেকে একটি সম্পত্তি ক্রয় করে। যে কারণে মামলার বাদী মাসুদুর রহমান ক্ষিপ্ত হয়ে বার বার আমার বড় ভাই মোঃ টনিকে বিভিন্ন সময় ভয় ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় দিয়ে জেল খাটাবে বলে হুমকি দিতে থাকে। সেই জের ধরে গত ২৩ মার্চ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার ভাই সহ চাচাতো ভাইয়ের নামে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করে। ইতিপূর্বে আমি সহ আমার ভাই ও চাচাতো ভায়ের নামে এই ধরনের কোন অভিযোগ নেই।অভিযোগের ব্যাপারে হামিম জানান, আমার জীবনে ইতিপূর্বে কোনো মামলা বা অভিযোগ নেই। এটি উদ্দেশ্য প্রণোদিত ও মোটা অংকের টাকার বিনিময়ে মামলাটি বোয়ালিয়া থানায় রুজু করা হয়েছে। হামিম আরও বলেন, যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সে ঘটনার সময় বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো । তাদের কাছে রেকর্ডও আছে। প্রশাসনের কাছে তথ্য থাকার পরও মামলা হয় কিভাবে? অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে আমি কঠিন অবস্থানে যেতে বাধ্য হবো। মিডিয়া নিয়ে রাস্তায় যেতে বাধ্য হবো।এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনাটি আমি আসার আগের ঘটনা তাই তেমন কিছু জানা নাই। তবে ওসি তদন্ত আগে থেকে আছেন তার সাথে কথা বলতে পারেন। এরপর তদন্ত ওসি মোতালেব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।