সোহান রানা সখিপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন কালিয়া ইউনিয়নে পূর্ব ঘোনারচালা এলাকায় আমেনা বেগম (৪৫) হত্যা মামলা রুজুর ১২ ঘন্টার ভিতরে মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত প্রধান আসামী গ্রেফতার।
ইং-১৬/০৪/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় আমিনা বেগম (৪৫) স্বামী-দুলাল হোসেন,সাং-কালিয়া ঘোনারচালা,থানা-সখিপুর,জেলা-টাঙ্গাইল তাহার ছেলে এবং মেয়ের সাথে রাতের খাবার শেষ করিয়া তাহার দেবরদের সাথে কোরবানীর বিষয়ে কথা বলবে মর্মে সন্তানদ্বয়কে বাড়িতে রাখিয়া তাহার দেবরদের বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া যায়। তাহার ০২ সন্তান ঘুমিয়ে পরলে ১৭/০৫/২০২৫ খ্রিঃ ভোর অনুমান ০৫:৩০ ঘটিকার সময় আমেনা বেগম এর মেয়ে লিতু আক্তার ঘুম হইতে উঠিয়া তাহার মাকে বিছানায় দেখতে না পাইয়া তাহার মা বাহিরে গেছে মনে করিয়া তাহাদের বাড়ির গেইটে যাইয়া দেখতে পায় যে, তাহাদের বাড়ির পশ্চিম পাশে ধান ক্ষেতের পূর্বপাড়ে ঘাসের উপর তাহার মায়ের লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় পরিয়া আছে। উক্ত বিষয়ে মৃতার মেয়ে লিতু আক্তার (২৫) পিতা-দুলাল হোসেন, মাতা-মৃত আমিনা বেগম, সাং-কালিয়া ঘোনারচালা, ইউনিয়ন-কালিয়া, থানা-সখিপুর, জেলা- টাঙ্গাইল এজাহার দায়ের করিলে সখিপুর থানার মামলা নং-১৪ তারিখ-১৭/০৪/২০২৫ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।
উক্ত ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার সখিপুর থানার একটি চৌকস টিম দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া এলাকা হইতে হত্যার সাথে জড়িত একমাত্র আসামী মোঃ এনামুল হক (৪১) পিতা-মোঃ হযরত আলী, মাতা-মোছাঃ আমেনা বেগম সাং-ঘোগাদহ, থানা-কুড়িগ্রাম সদর,জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী আমেনা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।