জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ।
গাইবান্ধায় পলাশবাড়ীতে ব্যাপকভাবে চলছে বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষের কাজ।
এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের উদ্বেগে দাওয়াতি কাজের জন্য একটি টিম বের হয়েছে।
৮ নং ওয়ার্ডের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট একটি টিম কুরআন ও হাদিসের আলোকে জামায়াতবদ্ধ জিন্দেগীর গুরুত্ব তুলে ধরেন তারা।
এদের মধ্যে ২৫ জন জামায়াত সহযোগী সদস্য ফরম পূরণ করেন জামায়াতে যোগদান করেন এবং বাকিরা মৌখিকভাবে সমর্থন করেন।
এ ব্যাপারে সভাপতি সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান আজকে আমরা দাওয়াতি কাজের জন্য একটি মহল্লা কে বেছে নিয়েছি সেই মহল্লাটি হচ্ছে বৈরী হরিনমাড়ি শ্রীপুর আমরা দাওয়াতী কাজে ব্যাপক সাড়া পাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈরী হরিনমারি মসজিদের সভাপতি আনোয়ারুল ইসলাম কৃষি জীবি শ্রমিক ইউনিয়নের পৌর সভাপতি আরিফ ও রাইগ্রাম সভাপতি আপেল মাহমুদ সহ আরো অনেকেই।