মোঃ রুবেল মিয়া,ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
অদ্য ১৫/০৪/২০২৫ তারিখ এসএসসি পরীক্ষা কেন্দ্র ভাইটকান্দি স্কুল ও কলেজে পরীক্ষার্থীদের হাতে মোবাইল ফোনসহ ব্যাপক বিশৃঙ্খলা এবং অনিয়ম পরিলক্ষিত হয়।দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক এবং কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা থাকায় তিনজন কক্ষ পরিদর্শককে পাঁচবছরের জন্য বহিষ্কার করা হয়।কেন্দ্র সচিবকে পাবলিক পরীক্ষা (অপরাধসমূহ) আইন ১৯৮০ এ ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।কেন্দ্র সচিবকে বহিষ্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মেহেদী হাসান ফারুক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,ফুলপুর,ময়মনসিংহ।ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপালন করেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার,ফুলপুর,ময়মনসিংহ।পরীক্ষা সংক্রান্ত যেকোন অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।সকলকে নিয়ম মেনে বিধি মোতাবেক দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।