জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ।
বাংলাদেশ জামায়াতি ইসলাম গাইবান্ধা পলাশবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতী অভিযান পরিচালিত হয়েছে, দাওয়াতে সাড়া দিয়েছে অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী অর্ধশত জামাতে যোগদান করেছেন।
৯ নং ওয়ার্ড হিজল গাড়ি মসজিদ প্রাঙ্গনে এই অভিযান শুরু হয়, এবং শেষ হয় কুমোর পাড়ায় গিয়ে। এ সময় কুমোর পাড়ার বেশকিছু হিন্দু গোষ্ঠী জামায়াতী ইসলামের দাওয়াতি প্রদান করা হয় অর্ধশত হিন্দু জনগোষ্ঠী জামায়াতী ইসলামের ফরম পূরণ করেন।
এ ব্যাপারে জামায়াতী ইসলামের সদস্য নবানো পাল এর সাথে কথা হলে তিনি জানান আমরা ৩০ বছর যাবত একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি টাকা খরচ করেছি কিন্তু কোন সমাধান পাইনি।
তিনি আরো জানান জামায়াতী ইসলামের চান মিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে। কোন প্রকার টাকা-পয়সা ছাড়াই দলটির ন্যায় বিচার দেখে হিন্দু জনগোষ্ঠী অর্ধশত লোক জামায়াতে যোগদান করেন।