মোঃ আসিফ, উপজেলা প্রতিনিধি, ভুয়াপুর, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সকাল থেকেই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশ পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানস্থলে আয়োজন করা হয় বৈশাখী মেলা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী এবং শিশুদের জন্য নানা ধরনের খেলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় হাজারো মানুষের অংশগ্রহণে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ বিরাজ করে পুরো এলাকাজুড়ে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট গোলাপ মোস্তফা , ভুঞাপুর উপজেলা বিএনপি , সাধারণ সম্পাদক , সেলিমুজ্জামান তালুকদার সেলু , ভুঞাপুর উপজেলা বিএনপি , সিনিয়র সহ-সভাপতি , এস এম ফরহাদুল ইসলাম শাপলা , ভূঞাপুর উপজেলা বিএনপি , সহ-সভাপতি , মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু , উপজেলা বিএনপি , মোঃ লুৎফর রহমান গিয়াস , সদস্য সচিব পৌর বিএনপি , মোঃ শাহজাহান কবির,( লিটন) খন্দকার জুলহাস আলম , আহ্বায়ক ভুঞাপুর উপজেলা যুবদল , ।