জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ ।
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলার আসলে কে বগুড়া থেকে গ্রেফতার করেছে প্রশাসন।
শিবগঞ্জ উপজেলার মহাস্থানগর বাজারে মাছের আরতে এক মাস আত্মগোপন ছিলেন, অভিযুক্ত সাঈদ মিয়া তিনি পলাশবাড়ী বুজরুক বিষ্ণুপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাব - ১২ বগুড়া কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম আবুল হাসেম সবুজ জানান ৯ মার্চ পারিবারিক কবরস্থানের পাশে গৃহবধূ (৩০) একা
পেয়ে ধর্ষণ করেন, সায়েদ মিয়া।
এ ঘটনায় ১১ ই মার্চ মামলা দায়ের হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যায় এজাহারে নামীয় পলাতক আসামি মহাস্থানগড় মাছের বাজারে অবস্থান করছিলেন, দিবাগত রাতে র্যাব -১২/১৩ বগুড়ার গাইবান্ধার যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ধর্ষণ আসামি সায়েদ মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ তাকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করেছেন ।